I mdb: 8.6/10 ২০২২, বিশেষ করে এ বছর সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো বক্স অফিসে পুরোই ব্যাকফুটে ফেলে দিচ্ছে বলিউডকে। কফিনের শেষ পেরেক হিসেবে ভিক্রম আবির্ভূত। ওভারসিস সহ এখনি ৫০ কোটি পার করে শতকোটির কাছে এগোচ্ছে। ভালো রেসপন্স পাচ্ছে। আরও অনেক এগিয়ে যাবে তা অনুমেয়। কমল হাসান, ফাহাদ ফাসিল, ভিজয় সেতুপাথি অভিনীত একশন থ্রিলার জনরার ফিল্ম ভিক্রম। Lokesh Kanagaraj এর আরেকটি সফল ফিল্ম ভিক্রম। No spoiler... কাহিনী সংক্ষেপ: গল্পটার শুরু সিরিয়াল কিলিং এর তদন্ত নিয়ে। যে তদন্তের দায়ভার পড়ে অমরের কাঁধে। তবে তদন্তে নেমে অমর বুঝতে পারে এ শুধু সিরিয়াল কিলিং এর ব্যাপারেই সীমাবদ্ধ না। জল গড়িয়েছে অনেক দূর। যেখানে অন্ধকার জগতের যুদ্ধের দামামা বাজছে... _*_ এন্টারটেইনিং, ফানি, একশন প্যাকড মুভি। একশন গুলো দারুণ। বলতেই হয় তামিল ভিজয় সেতুপাথি নামক এক রত্নের সন্ধান পেয়েছে যে কিনা একের পর এক মাস্টারক্লাস এক্টিং করে যাচ্ছে। কমল হাসান, ফাহাদ, ভিজয় সেতুপাথি প্রত্যেকে দারুণ করেছেন। মুভির নাম ভিক্রম, কমল হাসান সেই ভিক্রম চরিত্রে কিন্তু এরপরেও আমার মনে হয় ভিজয় সেতুপাথি আর ফাহাদ ফাসিল পুরো মুভিটাকে নিজেদের লাইমলাইটে ন...